Notice: file_put_contents(): Write of 623 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Lakkhichhara - Aami Raji | Скачать MP3 бесплатно
Aami Raji

Aami Raji

Lakkhichhara

Альбом: Eka
Длительность: 4:43
Год: 2005
Скачать MP3

Текст песни

দুপুরের ফাঁকা রাস্তাতে
কালো কাচে ঢাকা গাড়িতে
আমি দেখেছি তোমাকে
আঁকাবাঁকা পায়ে গলিতে
এক মনে ফেরো বাড়িতে
বেরোবে জানি সন্ধ্যে হলে

দু' চাকায় চলে হাওয়ার বেগ
আমার এই মনে জমছে মেঘ
তার সাথে তুমি shopping mall
অন্য দিকে দাঁড়ায় জল
চলে যাও তুমি চুপিসারে
সব প্রশ্নকে এড়িয়ে
চলে যাও তুমি অভিসারে
তবু আছ আমার মন জুড়ে

জানি নাম বলো কী যে তোমার নাম
এতো দূর ঘুরে যে এলাম
জানি না, বলো কী যে তোমার নাম
কতো দূরে যে হারিয়ে গেলাম

তোমারই মুখ poster-এ
কলেজের পথ বন্ধ যে
বলো, কী লুকানো আছে ভেতরে
সারাদিন আমি অপেক্ষায়
দাঁড়িয়ে আছি নির্দ্বিধায়
যেন বাঁচবার আমার নেই উপায়

High heel পরে next street
Late-night show-এর টিকিট
আমি দাঁড়িয়ে একটু দূরে
অন্য কোন গানের সুরে
গাইছি তাই অন্য গান
Perfumer-এর গন্ধ ম্লান
তোমার এলো চুলে কাটছে রাত
বড়ো একা লাগছে হঠাৎ

জানি না, বলো কী যে তোমার নাম
এতো দূর ঘুরে যে এলাম
জানি না, বলো কী যে তোমার নাম
কতো দূরে যে হারিয়ে গেলাম

দু' চাকায় চলে হাওয়ার বেগ
আমার এই মনে জমছে মেঘ
তার সাথে তুমি shopping mall
অন্য দিকে দাঁড়ায় জল
চলে যাও তুমি চুপিসারে
সব প্রশ্ন কে এড়িয়ে
চলে যাও তুমি অভিসারে
তবু আছ আমার মন জুড়ে

জানি না, বলো কী যে তোমার নাম
এতো দূর ঘুরে যে এলাম
জানি না, বলো কী যে তোমার নাম
কতো দূরে যে হারিয়ে গেলাম

জানি না...
এতো দূর চলে যে এলাম
জানি না...
এতো দূরে যে হারিয়ে গেলাম