Ami Emon Keu Na

Ami Emon Keu Na

Lutfor Hasan

Альбом: Ami Emon Keu Na
Длительность: 5:09
Год: 2022
Скачать MP3

Текст песни

আমাকে রাখবে মনে, আমি এমন কেউ না
আমাতে ভাসবে তুমি, আমি এমন ঢেউ না
আমাকে রাখবে মনে, আমি এমন কেউ না
আমাতে ভাসবে তুমি, আমি এমন ঢেউ না

আমি এক বিরান বালুচর
আমি তোমার সাত জনমের পর
আমি এক বিরান বালুচর
আমি তোমার সাত জনমের পর

আমি এক বিষন্ন পাহাড়
তুমি তার ঝর্ণা স্বচ্ছ জল
আমি বিপুল অন্ধকার
তুমি যেন জোৎস্না অবিকল

আমি এক বিষন্ন পাহাড়
তুমি তার ঝর্ণা স্বচ্ছ জল
আমি বিপুল অন্ধকার
তুমি যেন জোৎস্না অবিকল

আমাকে রাখবে মনে, আমি এমন কেউ না
আমাতে ভাসবে তুমি, আমি এমন ঢেউ না

আমি তো মন খারাপের রাত
তুমি তো ঝলমলে এক দিন
আমি সেই ভাঙাচোরা হাত
তুমি সেই চুড়ি রিনিঝিন

আমি তো মন খারাপের রাত
তুমি তো ঝলমলে এক দিন
আমি সেই ভাঙাচোরা হাত
তুমি সেই চুড়ি রিনিঝিনি

আমাকে রাখবে মনে, আমি এমন কেউ না
আমাতে ভাসবে তুমি, আমি এমন ঢেউ না
আমাকে রাখবে মনে, আমি এমন কেউ না
আমাতে ভাসবে তুমি, আমি এমন ঢেউ না

আমি এক বিরান বালুচর
আমি তোমার সাত জনমের পর
আমি এক বিরান বালুচর
আমি তোমার সাত জনমের পর

আমাকে রাখবে মনে, আমি এমন কেউ না
আমাতে ভাসবে তুমি, আমি এমন ঢেউ না
আমাকে রাখবে মনে, আমি এমন কেউ না
আমাতে ভাসবে তুমি, আমি এমন ঢেউ না