Tomar Aamar Pratham Dekha

Tomar Aamar Pratham Dekha

Madhuri Chatterjee

Альбом: Oli Aman Kore Noy
Длительность: 3:13
Год: 1978
Скачать MP3

Текст песни

তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে
তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে

তোমায়-আমায় আলাপ হলো সেই গানেরই অন্তরাতে
আকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে
কেয়া বনের পরাগ নিয়ে সোহাগ করে অলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে

তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে

তোমার-আমার অনেক কথার সঞ্চারিতে
শরৎ দোলে ফসল ভরা স্বর্ণালীতে

তোমায়-আমায় প্রণয় হলো গান ফুরোবার একটু আগে
পৌষালী আর ফুল ফাগুনের স্বপ্ন রাগে
গান হলো শেষ তোমার-আমার মিলন রাঙা হোলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে

তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে