Aha Nutan Premetey

Aha Nutan Premetey

Manabendra Mukherjee

Альбом: Bagbazarer Gaan
Длительность: 4:14
Год: 1989
Скачать MP3

Текст песни

আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে
আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে
তুমি বাঁকা, কুব্জা বাঁকা
তুমি বাঁকা, কুব্জা বাঁকা
তুমি বাঁকা, কুব্জা বাঁকা, দুই বাঁকাতেই মিলেছে
যতন বেড়েছে
আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে
আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে

তোমার যেমন বাঁকা আঁখি
তোমার যেমন বাঁকা আঁখি
কুব্জী তেমনি কোটর-চোখী
তোমার যেমন বাঁকা আঁখি
কুব্জী তেমনি কোটর-চোখী
খ্যাঁদা নাকে ঝুমকো-নোলক দুলিয়েছে
ওই খ্যাঁদা নাকে ঝুমকো-নোলক দুলিয়েছে
ওই খ্যাঁদা নাকে ঝুমকো-নোলক দুলিয়েছে

আবার মাথার ফাঁকে টাকের ওপর পরচুলোতে ঢেকেছে
যতন বেড়েছে
আবার মাথার ফাঁকে টাকের ওপর পরচুলোতে ঢেকেছে
যতন বেড়েছে

আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে
আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে

ভালো ভালো গয়না-গাঁটা
ভালো ভালো গয়না-গাঁটা
তাতে আবার ডায়মন্ড কাটা
ভালো ভালো গয়না-গাঁটা
তাতে আবার ডায়মন্ড কাটা

পেত্নী অঙ্গে কুব্জি কতই সেজেছে
ওই পেত্নী অঙ্গে কুব্জি কতই সেজেছে
ওই পেত্নী অঙ্গে কুব্জি কতই সেজেছে
ঠিক যেন আজ রাহু এসে পূর্ণশশী গিলেছে
যতন বেড়েছে
ওগো ঠিক যেন আজ রাহু এসে পূর্ণশশী গিলেছে
যতন বেড়েছে

আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে
আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে
তুমি বাঁকা, কুব্জা বাঁকা
তুমি বাঁকা, কুব্জা বাঁকা
তুমি বাঁকা, কুব্জা বাঁকা, দুই বাঁকাতেই মিলেছে
যতন বেড়েছে
আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে
আহা, নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে