Ami Jamini Tumi Shashi Hey
Manna Dey
3:17ভুবন মাঝে তুলনা যার হয়না কোথাও আর এমন মানুষ আজও মেলে ভুবন মাঝে তুলনা যার হয়না কোথাও আর এমন মানুষ আজও মেলে দুঃখের কাঁটা যার বুকে হয় ফুলেরই বাহার এমন মানুষ আজও মেলে সারা জীবন গাইলো যে গান মায়ের মহিমা বুকে রেখে দুটি মায়ের একটি প্রতিমা সারা জীবন গাইলো যে গান মায়ের মহিমা বুকে রেখে দুটি মায়ের একটি প্রতিমা দুহাত দিয়ে জড়িয়ে ধরে প্রাণের আপনজন দুহাত দিয়ে জড়িয়ে ধরে প্রাণের আপনজন দিয়েই গেলো যে শুধুই রাখলো না গো আর কিছুই হারালো সব দান সংসারকে একটুখানি করতে সুখী যে ব্যাথা পেলো সেই ব্যথাতেই হয়নি দুঃখী যে সংসারকে একটুখানি করতে সুখী যে ব্যাথা পেলো সেই ব্যথাতেই হয়নি দুঃখী যে হারিয়ে ভাষা হারায়নি যে বুকের ভালোবাসা হারিয়ে ভাষা হারায়নি যে বুকের ভালোবাসা বোবা প্রাণে জ্বালালো স্নেহ মায়ার ফুল দিলো নেভাল অন্ধকার ভুবন মাঝে তুলনা যার হয়না কোথাও আর এমন মানুষ আজও মেলে দুঃখের কাঁটা যার বুকে হয় ফুলেরই বাহার এমন মানুষ আজও মেলে