Bhuban Majhey Tulana Jar

Bhuban Majhey Tulana Jar

Manna Dey

Длительность: 5:23
Год: 1978
Скачать MP3

Текст песни

ভুবন মাঝে তুলনা যার হয়না কোথাও আর
এমন মানুষ আজও মেলে
ভুবন মাঝে তুলনা যার হয়না কোথাও আর
এমন মানুষ আজও মেলে
দুঃখের কাঁটা যার বুকে হয় ফুলেরই বাহার
এমন মানুষ আজও মেলে
সারা জীবন গাইলো যে গান মায়ের মহিমা
বুকে রেখে দুটি মায়ের একটি প্রতিমা
সারা জীবন গাইলো যে গান মায়ের মহিমা
বুকে রেখে দুটি মায়ের একটি প্রতিমা
দুহাত দিয়ে জড়িয়ে ধরে প্রাণের আপনজন
দুহাত দিয়ে জড়িয়ে ধরে প্রাণের আপনজন
দিয়েই গেলো যে শুধুই রাখলো না গো আর কিছুই হারালো সব দান
সংসারকে একটুখানি করতে সুখী যে
ব্যাথা পেলো সেই ব্যথাতেই হয়নি দুঃখী যে
সংসারকে একটুখানি করতে সুখী যে
ব্যাথা পেলো সেই ব্যথাতেই হয়নি দুঃখী যে
হারিয়ে ভাষা হারায়নি যে বুকের ভালোবাসা
হারিয়ে ভাষা হারায়নি যে বুকের ভালোবাসা
বোবা প্রাণে জ্বালালো স্নেহ মায়ার ফুল দিলো নেভাল অন্ধকার
ভুবন মাঝে তুলনা যার হয়না কোথাও আর
এমন মানুষ আজও মেলে
দুঃখের কাঁটা যার বুকে হয় ফুলেরই বাহার
এমন মানুষ আজও মেলে