Tui Ki Amar Putul Putul
Manna Dey
ফুলটুসি ফুলটুসি ফুলটুসি ও আমার ফুলটুসি গো ও আমার ফুলটুসি গো যাচ্ছো কোথায় একটু যাও দাঁড়িয়ে ধ্যাৎ যেওনা যেওনা দেমাক করে তুলতুলে এই মন মাড়িয়ে আমার এই তুলতুলে মন মাড়িয়ে ও আমার ফুলটুসি গো অসভ্য ফাজিল হু আরো বোলো কটুকথা আরো মিষ্টি লাগবে যে তা আরো বোলো কটুকথা আরো মিষ্টি লাগবে যে তা নরম এই হাতটা ধরো ধরো ধরো ধরো ধরো নরম এই হাতটা ধরো রয়েছি যে হাত বাড়িয়ে যেওনা যেওনা দেমাক করে তুলতুলে এই মন মাড়িয়ে আমার এই তুলতুলে মন মাড়িয়ে ও আমার ফুলটুসি গো ছি ছি ছি ছি শুনতাম লোকে বলে বেহায়া কি গাছে ফলে শুনতাম লোকে বলে বেহায়া কি গাছে ফলে দেখলাম সেই বেহায়াই পুরুষের ছদ্মবেশে দাঁড়ালো আজকে আমার সামনে এসে বেশ বলেছো তো ফুলটুসি সাধারণ পুরুষ এ নয় এ হলো মহাপুরুষ সাধারণ পুরুষ এ নয় এ হলো মহাপুরুষ শ্রীচরণ ছুলেই যে তার বন্ধ মেয়েমানুষ ইশ খুব যে হু এসো না এসো না এসো কাছে সকলের চোখ এড়িয়ে যেওনা যেওনা দেমাক করে তুলতুলে এই মন মাড়িয়ে আমার এই তুলতুলে মন মাড়িয়ে ও আমার ফুলটুসি গো ইতিহাস লিখে গেছে মেয়েরও তফাৎ আছে ইতিহাস লিখে গেছে মেয়েরও তফাৎ আছে কারোর হাতে খড়গ থাকে কারোবা মুড়ো ঝাঁটা অ্যাই অ্যাই অ্যাই কেউবা করতে জানে লাঠিপেটা সেরেছে পুরাণের সেই কথাটাই করলে তুমি মেয়ে পুরাণের সেই কথাটাই করলে তুমি মেয়ে মা কালীও জিভ কাটে যে শিব কে দেখতে পেয়ে চলো সেই কৈলাশে যাই সেই কৈলাশে যাই কলকাতার ভিড় ছাড়িয়ে ইশ কি শখ আহা রে মরি মরি কি আমার জটাধারী আহা রে মরি মরি কি আমার জটাধারী গ্যাঁজাতে দম দিয়ে যে কত কথাই বলতে পারো কলেজের হচ্ছে দেরি রাস্তা ছাড়ো হু যেওনা যেওনা যেওনা দেমাক ভরে আমাকে জালিওনা আগল পাগল বকবকিয়ে টাটা যেওনা যেওনা যেওনা ফুলটুসি যেওনা যেওনা