Hey Himeli Himeli Raatey

Hey Himeli Himeli Raatey

Manna Dey, Haimanti Shukla

Длительность: 4:35
Год: 1978
Скачать MP3

Текст песни

হে হিমেলই হিমেলই রাতে
ঝিলিমিলি ঝিলিমিলি ঝিলিমিলি জোছনাতে হে
ও ভেদাভেদ ভুলে যাও সবে মিলেমিশে গাও সাথে
ধিনতাক ধিন ধিনতাক তাক তাকধিনাধিন ধিনতাক
বাজনা বাজে পৌষালির পরব এলো
ছন্দে তার ছন্দে আনন্দে আনন্দে গন্ধ মাতাল বয় বাতাস এলোমেলো
ধিনতাক ধিন ধিনতাক তাক তাকধিনাধিন ধিনতাক
বাজনা বাজে পৌষালির পরব এলো
ছন্দে তার ছন্দে আনন্দে আনন্দে গন্ধ মাতাল বয় বাতাস এলোমেলো
আয় নারে ও ছুটে আয় নারে রয় না রে ও ঘরে রয় না রে
সোনালী সোনালী পৌষালি ধান
সোনালী সোনালী পৌষালি ধান
আমাকে দুহাতে করেছে দান
আমাকে দুহাতে করেছে দান
বরণ করে তারে তোলো গো ঘরে
বরণ করে তারে তোলো গো ঘরে
স্মরণ করে শত ক্ষুধার প্রহরে
স্মরণ করে শত ক্ষুধার প্রহরে
আ আ গাও না গাও মিলনের গান
গাও না গাও মিলনের গান হে.....
শাল বনে বনে শীতের শিহরণ
শাল বনে বনে শীতের শিহরণ
কুয়াশার চাদরে দেয় আবরণ
কুয়াশার চাদরে দেয় আবরণ
প্রাণে প্রাণে মিলনের এই তো সময়
প্রাণে প্রাণে মিলনের এই তো সময়
হয়ে থাকো সাক্ষী তুমি হিমালয়
হয়ে থাকো সাক্ষী তুমি হিমালয়
আ আ আ আর বাঁধা নেই কোনো নেই কো বারণ
আর বাঁধা নেই কোনো নেই কো বারণ
হে...ভেদাভেদ ভুলে যাও সবে মিলেমিশে গাও সাথে
ধিনতাক ধিন ধিনতাক তাক তাকধিনাধিন ধিনতাক
বাজনা বাজে পৌষালির পরব এলো
ছন্দে তার ছন্দে আনন্দে আনন্দে গন্ধ মাতাল বয় বাতাস এলোমেলো
আয় নারে ও ছুটে আয় নারে রয় না রে ও ঘরে রয় না রে
আয় নারে ও ছুটে আয় নারে রয় না রে ও ঘরে রয় না রে
আয় নারে ও ছুটে আয় নারে