Dey Na Ghomta Khuley

Dey Na Ghomta Khuley

Manna Dey, Namita Roy

Длительность: 3:45
Год: 1978
Скачать MP3

Текст песни

আ আ আ আ আ আ
নোলক দেবো টায়রা দেবো চাইলে পাবি যা খুশী
আমার পিরীতির এই বাগানে তুই রস টস টস ফুলটুসি
হু হু হু হু আ মর
দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা
দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা
ওই চাঁদপানা মুখখানা দেখতে দেনা
ওই চাঁদপানা মুখখানা দেখতে দেনা
দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা
দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা
এই চাঁদ কলঙ্কী চাঁদ বারোমাস সারাটা রাত
যখন তখন রাহু এসে গ্রাস করে
তাইতো সে মেঘের ফাঁকে যায় সরে
যখন তখন রাহু এসে গ্রাস করে
বুকটা আমার হু হু হু হু বুকটা আমার ভরা দীঘির জল মনে কর
বুকটা আমার ভরা দীঘির জল মনে কর
জ্যোৎস্না হয়ে ও ফুলটুসি ঝঁপিয়ে পর
জ্যোৎস্না হয়ে ও ফুলটুসি ঝঁপিয়ে পর
ও সখী মর না ডুবে মর
ও সখী মর না ডুবে মর
অন্য নাগর তোকে খুঁজেও পাবে না না
দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা
দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা
মনের মতো নাগর পেলে মনের মানুষ মিলে গেলে
কেন পাই এতো সুখের যন্ত্রনা সয়ে যেতে হয়রে সবার গঞ্জনা
কেন পাই এতো সুখের যন্ত্রনা
কৃষ্ণ লীলা হা হা কৃষ্ণ লীলা দেখিসনি কি সুন্দরী
কৃষ্ণ লীলা দেখিসনি কি সুন্দরী
গোপিনীর পরান কেবল যায় চুরি
গোপিনীর পরান কেবল যায় চুরি
শ্যাম তো করেই চাতুরী
শ্যাম তো করেই চাতুরী
বলনা কোথায় পাবি এমন ছলনা না
দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা
দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা