Maa Go Anandamayee

Maa Go Anandamayee

Manomay Bhattacharya

Альбом: Adorini Maa
Длительность: 4:39
Год: 2014
Скачать MP3

Текст песни

মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না
মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না
তোমার ও দুটি চরণ বিনে আমার মন
ও দু'টি চরণ বিনে আমার মন
অন্য কিছু আর জানে না
মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না

ভবানী বলিয়ে ভবে যাবো চলে
মনে ছিল এই বাসনা
ভবানী বলিয়ে ভবে যাবো চলে
মনে ছিল এই বাসনা
অকুল পাথারে ডুবাবে আমারে
অকুল পাথারে ডুবাবে আমারে
স্বপনেও তা তো জানি না

মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না

অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি
দুঃখরাশি তবু গেল না, হায়
অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি
দুঃখরাশি তবু গেল না
আমি যদি মরি, ও হরসুন্দরী
আমি যদি মরি, ও হরসুন্দরী
দুর্গা নাম তো কেউ লবে না

মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না
মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না
তোমার ও দুটি চরণ বিনে আমার মন
ও দু'টি চরণ বিনে আমার মন
অন্য কিছু আর জানে না
মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না