Omanush
Naoha
3:42আমায় কেড়ে নেও, আমি কি চাই? শুধু এই পৃথিবীটা চিনতে তোমার হাত ধরে দিব পাড়ি মিটিয়ে ছারবো সব ইচ্ছে যাও ভুলে যাও কষ্ট গুলো হাতে তুলি, মুছে ফেলো সব হারানো প্রসন্নতা আবার কেন তোমার মন কালো ? ফিরিয়ে দাও, ফিরে তাকাও সঙ্গ ছেড়ে আমি যাব না জীবনে মেঘ, আকাশে রাগ আমার সাথে তুমি চলবে আজ? সঙ্গি হয়ে তোমার পাশ থেকে এই পথ হেঁটে ছিলাম মনে সূর্যের আলোতে হাসি মেখে খেলছে লুকোচুপি গালে গালে চিনতে পেরে তোমার স্বপ্নসুর বলো, এখনো কেন মন কালো ?