Gonojowar
Nemesis
5:46হাজার বছর পেরিয়ে আমি আজ এখানে কতদূর যেতে হবে নাকি চিরদিন রব এভাবে? সবকিছু কোলাহলে সময় থাকে দাঁড়িয়ে আমার এই দুর্ভাগ্যে কেউ আছে কি এখানে? আর কতদিন ধরে রব এখানে? কবিতার মাঝপথে এসে দাঁড়াই না ভেবে এখন আর কি হবে আমি থাকি বন্দী হয়ে আর কতদিন ধরে রব এখানে? আর কত জোর করে আমাকে বন্দী রাখবে? যায় দিন যায় রাত যায় রঙহীন সাত যায় দিন যায় রাত আছে শুধু দীর্ঘশ্বাস আমি ভেবে ভেবে ছুটে চলি দূর দেশে অজানা প্রান্তে, অজান্তে অরণ্যের মাঝে হঠাৎ করে দেখি দু-চোখ তাকিয়ে আছে, তাকিয়ে আছে আর কতদিন ধরে আমাকে বন্দী রাখবে? যায় দিন যায় রাত যায় রঙিন সাত যায় দিন যায় রাত আছে শুধু দীর্ঘশ্বাস