Kolporajjo
Nemesis
5:18পেছনে সরে দাঁড়াও চোখ বন্ধ করে তাকাও দেহের মাঝে অবশ হয়ে ছায়া শুকনো পাতারই মায়া মোরা মিথ্যের জলে ডুবি তাই সত্যের হাত ধরি সেই ডাকে অন্ধ হয়ে রবে আর আলোর পথে ভেঙে পড়ে পড়ে থাকে রঙেরই তুলি আঁধারকালো এক অনুভূতি মোরা মিথ্যের জলে ডুবি তাই সত্যের হাত ধরি চেয়ে থাকে তারা খোলা এক সত্যের দরজায় ফেলে আসে যারা তাদের অর্থহীন কবিতায় গল্পে কী লেখা তা মোরা জানতে পাব কি? অন্ধেরই দৃষ্টি দিয়ে মোরা সত্য খুঁজি শূন্য পড়ে রয় জানালা অবশ চোখেতে ক্লান্তিঝরা দিন দেয়াল ঘিরে রয় দৃষ্টি আমার তাই সত্যের হাত ধরি