Jibonanondo Hoye
Niaz Mohammad Chowdhury
4:08কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে তাজমহলের নমুনা কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা কেঁদেই যদি দুঃখ যেত তবে অশ্রুধারায় শত নদী-সাগর গড়ে উঠতো কেঁদেই যদি দুঃখ যেত তবে অশ্রুধারায় শত নদী-সাগর গড়ে উঠতো তাই, মিছে এই কান্নার অশ্রুটুকু তুমি মুছে ফেল না না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে তাজমহলের নমুনা কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা সুখ যদি চিরসাথি হতো তবে দুঃখ কি আর স্মৃতির গভীর চোখের জলে ভাসতো? সুখ যদি চিরসাথি হতো তবে দুঃখ কি আর স্মৃতির গভীর চোখের জলে ভাসতো? তাই, হৃদয়টা পোড়ার অগ্নিজ্বালা তুমি বুকে রেখ না না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে তাজমহলের নমুনা কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে তাজমহলের নমুনা কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা