Nisshongota
Partho
4:57মেঘটাকে দেখেছো, নীল আকাশ কখনো দেখনি। যাকে ভালবেসেছ,যার নদী ছুয়েছ; বুজতে এখনো তাকে পারনি। রাতের আঁধার দেখেছো তুমি কখনো কি দেখেছো চাঁদ কথা কয়। মাঝে মাঝে মেঘ তাকে এসে ঢাকলেও, মেঘের খেয়ায় তবুও জেগে রয়। শরৎ সকাল দেখেছো তুমি, কণা কিছু শিশিরের শুধু পরে রয়। কখনো কি ভেবেছো তার কি চাওয়া করো নি স্পর্শ তাকে তুমি নিশ্চয়।