Restart
Mikro
4:01তোমার চোখে আকাশ দেখে উড়তে ভীষণ ভয় করে, জানি না সময় মত নেমে আসতে পারবো কি? তুমি শত অভয় দিলেও, গান করতে ভীষণ ভয় করে; জানি না ভুল করে ফেললে ঠিক করতে পারবো কি? কুয়াশা রাতে আমি, চুপচাপ গাছের শিকড়... শুকনো পাতার ফাঁকে, পুরোনো অলস পাথর... আমার অবাধ স্বাধীনতা, তবু স্বেচ্ছাচারী নই আমি; নিজের নিয়মে বন্দী জীবন... নিয়ন আলোর মলিনতা, আর বিজ্ঞাপণের আদিখ্যেতা; অচেনা মুখগুলো বেশি আপন। সভ্যতার মুখোশে, স্বার্থের আপোষে আড়াল করা প্রনয়ে, ব্যস্ততার অভিনয়ে সরলরেখা আমি, তোমারই সমান্তরাল... ভঙ্গুর প্রাচীরঘেরা, শ্যাওলাপরা দালান...