Attopokkho Shomorthon
Ojantrik
6:17ছেড়া বারান্দায় বসে লাল-কালো মিশ্রিত এক অচেনা আকাশ তেড়ে ফুরে কিছু পড়তে দেখা নিমিশেই হারিয়ে ফেলা চিন্তাচ্ছেদে ভেবে নেয়া নিছক মনের খেলা নাকি লাল-কালো আকাশে এক ভয়াল প্রেতের ছায়া নিস্তব্ধ একটি গলাকাটা শহরের গল্প তোমাদের শোনাতে এসেছি আমি একই জগতে বোনা বাসা শুধু এক অজানায় অসুখে হেরে ভেসে যাচ্ছে সবাই হাহাকার,মৃত্যুকামনায় দিন চলে যাচ্ছে পাশে নিয়ে যত অশরীরী অস্তিত্ব আপ্রান চিৎকার বেঁচে থাকার জন্যে তাতে কি শুনছে না কেউ নেই কোন শব্দ বলতে পারো কি দোষ ছিলো তাদের যা তোমার-আমার নেই আজো মৃত্যু বলে কিছু নেই এই শহরে তোমার-আমার মতো নয়তো বলছি সেই শহরের কথা যেখানে তুমি জন্মেছো তো অভিশপ্ত মৃত্যুতেই মুক্তি এই এক মন্ত্রে সবাই প্রার্থনারত মৃত্যুহীন একটি অভিশপ্ত শহরের গল্প তোমাদের শোনাতে এসেছি আমি নেই কারো ছায়া শুধু বোবা মায়ার জোরে আজো চোখে চোখে যত কথা বলছে সবাই নির্বাক চলচিত্র ভেবে ভুল করে পাশ কাটিয়ে চলে যায় সুস্থ শহরের বাসিন্দা হতবাক,অভিব্যাক্তিহীন চোখের যত জল আগুন হয়ে পুড়িয়ে যায় না বলা প্রতীক্ষা বলতে পারো কি দোষ ছিলো তাদের যা তোমার-আমার নেই আজো মৃত্যু বলে কিছু নেই এই শহরে তোমার-আমার মতো নয়তো বলছি সেই শহরের কথা যেখানে তুমি জন্মেছো তো অভিশপ্ত মৃত্যুতেই মুক্তি এই এক মন্ত্রে সবাই প্রার্থনারত