Amar Hoye Thakna

Amar Hoye Thakna

Porshi

Альбом: Amar Hoye Thakna
Длительность: 4:20
Год: 2023
Скачать MP3

Текст песни

কী যে আদর লাগে
তোর চেহারাটা মিষ্টি রাগে

না-না, দিবো না
অল্পটুকু তোকে ভাগে

আড়ালে হোক আর যেভাবেই হোক না
করবো তোর মনের দেখাশোনা

আমার চোখে তাকিয়ে
স্বপ্নগুলো দেখ না
স্বপ্নগুলো দেখ না
স্বপ্নগুলো দেখ না

ভালোবেসে আজ থেকে
আমার হয়ে থাক না
আমার হয়ে থাক না
আমার হয়ে থাক না

তোর আকাশে সাত-রাঙা রংধনু হবো
আদরে তুলিতে তোকে আঁকবো

এক পলক না ফেলে
শুধু চেয়ে রবো
মনের কথাগুলো কবিতায় শোনাবো

আড়ালে হোক আর যেভাবেই হোক না
করবো তোর মনের দেখাশোনা

আমার চোখে তাকিয়ে
স্বপ্নগুলো দেখ না
স্বপ্নগুলো দেখ না
স্বপ্নগুলো দেখ না

ভালোবেসে আজ থেকে
আমার হয়ে থাক না
আমার হয়ে থাক না
আমার হয়ে থাক না

অজানা বৃষ্টি এসে
ভেজালো পুরো শহর
আমি রোজ ভিজে যাই
তোর প্রেমে অগোচল

কবে থেকে মনে-মনে
চলছে স্বপ্ন বলা
ভালোবাসার দিনগুলো
যায় না তো গোনা

আড়ালে হোক আর যেভাবেই হোক না
করবো তোর মনের দেখাশোনা

আমার চোখে তাকিয়ে
স্বপ্নগুলো দেখ না
স্বপ্নগুলো দেখ না
স্বপ্নগুলো দেখ না

ভালোবেসে আজ থেকে
আমার হয়ে থাক না
আমার হয়ে থাক না
আমার হয়ে থাক না