Khoka

Khoka

Pritom Hasan

Альбом: Khoka
Длительность: 4:01
Год: 2018
Скачать MP3

Текст песни

না না না না
যাবো না না
কোত্থাও যাবো না
আমি মরে গেলেও না
শোধ না হলে ঋণ
দামি ফোন আর দামি ঘড়ি
সবই তো দিলাম
তবু সময় দিলে না
কল দাওনা কোনোদিন
শুধু বলো, ফোন দিয়ো না রাতে
আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে
কথা বলতে পারবো না
আমার বন্ধু জানে সবই
কার সাথে খাও কফি
বলে দাও সত্যি, এতো কী ভয়?

আমার মা বলেছিলো
খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না
তাই তো মা বলেছিলো
খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না

গোজামিল, গোজামিল
আজীবন পাইলা যে গোজামিল
তোমার এ সত্যিকার প্রেমের নামে
দিয়া দিছে বড় গোজামিল, নেও ঠেলা
গোজামিল, গোজামিল
আজীবন পাইলা যে গোজামিল
তোমার এ সত্যিকার প্রেমের নামে
দিয়া দিছে বড় গোজামিল, নেও ঠেলা