Mukhosh
Protibimbo
7:58তোমার গল্পে মৃতের বসবাস যেখানে সত্য এসে ছেঁড়ে যায় কিছু রুদ্ধ দীর্ঘশ্বাস কত শত পথ পাড়ি দিয়ে থমকে দাঁড়াও তুমি চেয়ে দেখ আজ গোধুলির বুকে উড়ে যায় চাতকপাখি সব যান্ত্রিকতা গ্রাস করেছে তোমার পুরো শরীর দূরে থেকে দেখে মনে হয় পাথুরে কোন মমি তোমার সত্তা যেন অবশান্ত যান্ত্রিকতার ভিড়ে খুঁজে নিও তুমি নিজেকে আবার মানুষের মত করে দৃষ্টি যখন বিষন্ন সময় আধাঁরে আলো খোঁজে অধরা সুখ খুঁজে পাবে জীবনের মহাকাব্যে নিজেকে শেষে খুঁজে পাবে ফিরে মানুষের গল্পে যেখানে জীবন আর হাসিমুখ উল্লাসে মেতে উঠে তাকিয়ে দেখ ওই বিশাল আকাশটায় যেখানে পাখির ডানায় সুখেরা ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় সব যান্ত্রিকতা গ্রাস করেছে তোমার পুরো শরীর দূরে থেকে দেখে মনে হয় পাথুরে কোন মমি তোমার সত্তা যেন অবশান্ত যান্ত্রিকতার ভিড়ে খুঁজে নিও তুমি নিজেকে আবার মানুষের মত করে