Chhaaro Chhaaro Aanchal

Chhaaro Chhaaro Aanchal

Purabi Dutta

Длительность: 3:34
Год: 2014
Скачать MP3

Текст песни

ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু, যেতে দাও
ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু, যেতে দাও
বনমালী, এমনি করে মন ভোলাও
ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু, যেতে দাও
বনমালী, এমনি করে মন ভোলাও
ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু

একা পথে দুপুর বেলা, নিরদয়, একি খেলা
তুমি এমনি করে মায়া-জাল বিছাও
তুমি এমনি করে মায়া-জাল বিছাও

ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু

পথে দিয়ে বাধা, একি প্রেম সাধা
আমি নহি তো রাধা, বঁধু, ফিরে যাও
আমি নহি তো রাধা, বঁধু, ফিরে যাও
যাও, যাও, যাও

ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু

হে নিখিল নর-নারী, তব প্রেম-ভিখারি
লীলা বুঝিতে নারি তব শ্যাম রাও
লীলা বুঝিতে নারি তব শ্যাম রাও

ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু, যেতে দাও
ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু, যেতে দাও
ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু