Oporajito
Recall
4:08মাঝে মাঝে অভিমানে নিজের কাছে আনমনে মাঝে মাঝে অভিমানে নিজের কাছে আনমনে বলে উঠি নির্জনে কেন ভালােবাস না আমায়? কেন ভালােবাস না আমায়? মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি দু'নয়নের বৃষ্টি চুমি মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি দু'নয়নের বৃষ্টি চুমি তখনাে সুধায় জগত ভূমি কেন ভালােবাস না আমায়? কেন ভালােবাস না আমায়? এমনই শত দীর্ঘশ্বাস মনের ক্ষতয় থাকছে চাপা মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ কেন ভালােবাস না আমায়? কেন ভালােবাস না আমায়?