Tomaro Oshime
Rezwana Choudhury Bannya
5:30আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে বসিয়া আছ কেন আপন-মনে স্বার্থনিমগন কী কারণে? বসিয়া আছ কেন আপন-মনে স্বার্থনিমগন কী কারণে? চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে