Borne Gondhe
Rishi Panda
4:00আবার বৃষ্টি নামলো তোমাদের কথায় দুপুরের ক্লান্ত বারণ কবিতার খাতায় রাস্তার চোখ জলে ভাসে ধূসর প্রহরে ভেজা গান ভিড় করে আসে অন্য শহরে তাই caffeine-এর ধোঁয়া মাখা তারে আলগোছে গান শহরের ভেজা অভিসারে ভেজা এই গান ভিজে যায় আলো, ভিজে যায় কথা ভেজা ভেজা যত অভিমান ক্লান্ত বিকেলে বৃষ্টির জলে ভেজা অনুরনণের টান বইয়ের ফাঁকে লুকোনো তোমাকে চিনতে শেখার অবসান আবার বৃষ্টি থামলো তোমাদের কথায় আকাশের কালশিটে রং কবিতার খাতায় সন্ধ্যের বুকে মাথা রেখে রাস্তারা কাঁদে ভেজা পায়ে ছাদ থেমে আসে মেঘ মাখা চাঁদে তাই পেয়ালার তলানিতে থাক আলগোছে গান শহরের ভেজা অভিসারে ভেজা এই গান