Notice: file_put_contents(): Write of 706 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Rishi Panda - Abar Bristi Namlo (Unplugged Version) | Скачать MP3 бесплатно
Abar Bristi Namlo (Unplugged Version)

Abar Bristi Namlo (Unplugged Version)

Rishi Panda

Длительность: 4:02
Год: 2020
Скачать MP3

Текст песни

আবার বৃষ্টি নামলো তোমাদের কথায়
দুপুরের ক্লান্ত বারণ কবিতার খাতায়
রাস্তার চোখ জলে ভাসে ধূসর প্রহরে
ভেজা গান ভিড় করে আসে অন্য শহরে

তাই caffeine-এর ধোঁয়া মাখা তারে আলগোছে গান
শহরের ভেজা অভিসারে ভেজা এই গান

ভিজে যায় আলো, ভিজে যায় কথা
ভেজা ভেজা যত অভিমান
ক্লান্ত বিকেলে বৃষ্টির জলে
ভেজা অনুরনণের টান

বইয়ের ফাঁকে লুকোনো তোমাকে
চিনতে শেখার অবসান

আবার বৃষ্টি থামলো তোমাদের কথায়
আকাশের কালশিটে রং কবিতার খাতায়
সন্ধ্যের বুকে মাথা রেখে রাস্তারা কাঁদে
ভেজা পায়ে ছাদ থেমে আসে মেঘ মাখা চাঁদে

তাই পেয়ালার তলানিতে থাক আলগোছে গান
শহরের ভেজা অভিসারে ভেজা এই গান