Borne Gondhe
Rishi Panda
4:00আগুন আলোয় পুড়িয়ে সময় গোধূলি রঙ মাখিয়ে ধুলোয় আমি দাঁড়িয়ে যেখানে তোমায় গান শোনাতাম শুধু দাঁড়িয়ে যেখানে তোমায় গান শোনাতাম ছোঁয়ায় সেই হাত চেনা রাস্তায় লুকিয়ে বলা আগোছালো ভয় ফুরানো গানে বন্দী চেনা নাম হাত বাড়িয়ে সেখানে ধুলো রঙ চেনাতাম আর দাঁড়িয়ে সেখানে তোমায় গান শোনাতাম ক্লান্ত বিকেল বোবা জলসায় অকাল সন্ধ্যা দেয়াল ভরায় শুকোনো মেঘের সঙ্গী ছেঁড়া খাম সুর হারিয়ে সেখানে অভিমান জমাতাম তবু দাঁড়িয়ে সেখানে তোমায় গান শোনাতাম