Nishpotti
Rocksalt Bangladesh
5:34পাহাড়ের গায়ে রঙিন ঘুড়ি নৌকোডুবির গান, বিক্ষিপ্ত স্রোতে কান্নার সুর অচেতন আমার স্লোগান।(2) আগুনের ছায়া ভীড়ে তাই শীতল পাটিতে দাড়াই, প্রেমেরও হাতটা ধরে কাছে টেনে নাও গো আমায়। অগ্নিবীণা বাজে দূরের পথেরই বাকে হাহাকারে কাঁদে বাধার পাথার, এলোমেলো কেশ খুলে দুলছে মৃদু স্বরে আঁচলেতে ঢেকোগো আমায়।(2) ধুসর গোধূলীর এপারে ওপারে আছো কি তুমি,? কাছে টেনে নাও ওগো আমাকে অন্ধকারে(2) বিষন্নতার গাছেরই নিচে পাতা কুড়িয়ে এনেছিলাম সময়, কালো থেকে রঙিন পোশাকেই হাত বাড়িয়ে নিয়ে যাও আমায়। অগ্নিবীণা বাজে দূরের পথেরই বাকে হাহাকারে কাঁদে বাধার পাথার, এলোমেলো কেশ খুলে দুলছে মৃদু স্বরে আঁচলেতে ঢেকোগো আমায়।(2)