Ekla Ghor

Ekla Ghor

Rupam Islam

Альбом: Fossils, Vol. 1
Длительность: 6:28
Год: 2001
Скачать MP3

Текст песни

এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায়

এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায়

না না কাঁদছি না
তোমায় ভাবছি না
মনে পড়ছে না তোমাকেই
তবু যাচ্ছি কি
ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই

সেই ক্ষতিতেই

বন্ধুদের ভিড়েও একলা একলা
আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার
পাল্টাচ্ছে না এই অবস্থাটা
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলেছি আবার
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি
নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

বন্ধুদের ভিড়েও একলা একলা
আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার
পাল্টাচ্ছে না এই অবস্থাটা
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলেছি আবার
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি
নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

না না যাচ্ছি না
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু চাচ্ছি কি

ফিরে চাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকেই
সেই তোমাকেই

না না কাঁদছি না
তোমায় ভাবছি না
মনে পড়ছে না তোমাকেই
তবু যাচ্ছি কি
ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই
না না যাচ্ছি না
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু চাচ্ছি কি
ফিরে চাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকেই
সেই তোমাকেই
তোমাকেই
তোমাকেই
সেই তোমাকেই