Shaajo Shaajao (From "Ballabhpurer Roopkotha")

Shaajo Shaajao (From "Ballabhpurer Roopkotha")

Sahana Bajpaie, Debraj Bhattacharya, & Anirban Bhattacharya

Длительность: 4:33
Год: 2022
Скачать MP3

Текст песни

সাজো সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি

সাজো সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি
সাজো সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি
আসল তোমার কতেক খাঁটি
কতেক নকল তোমার মাটি

সাজো সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি

চুলের বাহার টেরিকেটে
সাধ কি শুধু তাতে মেটে
চুলের বাহার টেরিকেটে
সাধ কি তবু তাতে মেটে

দেখতে চাই গো হৃদয় ঘেঁটে
দেখতে চাই গো হৃদয় ঘেঁটে
দেখতে চাই গো হৃদয় ঘেঁটে
কোথায় পাতা শীতল পাটি

সাজো সাজাও
সাজো সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি

খিল দিও না মনের দোরে
প্রেমের পাখি বাইরে ওড়ে
খিল দিও না মনের দোরে
প্রেমের পাখি বাইরে ওড়ে

দ্বার খুলে দাও, আসুক ঘরে
দ্বার খুলে দাও, আসুক ঘরে
রগড়, রগড়
রগড় হবে জমজমাটি

সাজো সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি
আসল তোমার কতেক খাঁটি
কতেক নকল তোমার মাটি

সাজো সাজাও
সাজো সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি

সাজো-