Chadni Poshorey
Selim Chowdhury
4:00আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা যারে আমি বাসি ভালো সে আমারে দুঃখ দিলো বুঝলো না রে, সে তো আমায় বুঝলো না আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা এই অন্তরে আমি যারে রাখসিলাম দিলো না তো সে আমারে ভালোবাসার দাম বিধি, ভালোবাসার দাম এই অন্তরে আমি যারে রাখসিলাম দিলো না তো সে আমারে ভালোবাসার দাম বিধি, ভালোবাসার দাম যারে ভাবি নয়ন আমার নয়ন সে নয়, শুধুই আঁধার হইলো না রে, সে তো আমার হইলো না আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা নদীর আছে ভাঙাগড়া, আছে বুকে ঢেউ বিধি এমন ভাগ্য দিলো, আমার নাই তো কেউ হায় রে, আমার নাই তো কেউ নদীর আছে ভাঙাগড়া, আছে বুকে ঢেউ বিধি এমন ভাগ্য দিলো, আমার নাই তো কেউ হায় রে, আমার নাই তো কেউ যারে ভাবি আমি আপন হইলো না সে আমার জীবন থাকলো না রে, আমার হইয়া থাকলো না আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা যারে আমি বাসি ভালো সে আমারে দুঃখ দিলো বুঝলো না রে, সে তো আমায় বুঝলো না আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা আমার এই দুইটা চোখ হইলো, বিধি, পদ্মা-যমুনা