Nisha Lagilo Re, Banka Dui Noyone Nisha Lagilo Re
Selim Chowdhury
3:35আমি মূল নাগর রে আসিয়াছি খেইড় খেলিতে ভব সাগরে রে আমি মূল নাগর রে ও, আমি মূল নাগর রে আসিয়াছি খেইড় খেলিতে ভব সাগরে রে আমি মূল নাগর রে আমি রাধা, আমি কানু, আমি শিব-শংকরী আমি রাধা, আমি কানু, আমি শিব-শংকরী অধর চাঁদ হই আমি- অধর চাঁদ হই আমি, আমি গৌর হরি আমি মূল নাগর রে খেলা খেলিবারে আইলাম এই ভবের বাজারে খেলা খেলিবারে আইলাম এই ভবের বাজারে চিনিয়া না কোনো জনে- চিনিয়া না কোনো জনে আমায় ধরতে পারে আমি মূল নাগর রে নাচো নাচো, হাসন রাজা, কারে করো ভয়? নাচো নাচো, হাসন রাজা, কারে করো ভয়? আমিত্ব ছাড়িয়া দিয়া- আমিত্ব ছাড়িয়া দিয়া জাতে হইসো লয় আমি মূল নাগর রে ও, আমি মূল নাগর রে আসিয়াছি খেইড় খেলিতে ভব সাগরে রে আমি মূল নাগর রে আমি মূল নাগর রে আসিয়াছি খেইড় খেলিতে ভব সাগরে রে আমি মূল নাগর রে আমি মূল নাগর রে আমি মূল নাগর রে