Chadni Poshorey
Selim Chowdhury
4:00একাকী কাটে প্রহর তোমাকে ভেবে নিরজনে নিরালায় বসে নীরবে জোনাকীর মতো জীবন জ্বলে আর নেভে, ও একাকী কাটে প্রহর তোমাকে ভেবে নিরজনে নিরালায় বসে নীরবে জোনাকীর মতো জীবন জ্বলে আর নেভে, ও একাকী কাটে প্রহর তোমাকে ভেবে রাতে একা জোছনা মেঘে ঢাকা নীলিমায় ছায়া ফেলে স্মৃতির আঙিনায় ও, রাতে একা জোছনা মেঘে ঢাকা নীলিমায় ছায়া ফেলে স্মৃতির আঙিনায় ভুলে আছো আমাকে তুমি কীভাবে? ভুলে আছো আমাকে তুমি কীভাবে? জোনাকীর মতো জীবন জ্বলে আর নেভে, ও একাকী কাটে প্রহর তোমাকে ভেবে চোখে আঁকা যমুনা কাঁদে একা বেদনায় ভেসে আছে দুঃখের মোহনায় ও, চোখে আঁকা যমুনা কাঁদে একা বেদনায় ভেসে আছে দুঃখের মোহনায় কতদিন বেঁচে রবো বলো এভাবে কতদিন বেঁচে রবো বলো এভাবে জোনাকীর মতো জীবন জ্বলে আর নেভে, ও একাকী কাটে প্রহর তোমাকে ভেবে