Chadni Poshorey
Selim Chowdhury
4:00কেনে আইলায় না রে, রাধার কালা চান? বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরান কেনে আইলায় না রে? কেনে আইলায় না রে, রাধার কালা চান? বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরান কেনে আইলায় না রে? তমালেরই ডালে বসি সদাই বাজাও বাঁশি তমালেরই ডালে বসি সদাই বাজাও বাঁশি শুনিয়া বাঁশির রব হইলাম উদাসী, হায় রে শুনিয়া বাঁশির রব হইলাম উদাসী কেনে আইলায় না রে, রাধার কালা চান? বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরান কেনে আইলায় না রে? বাঁশির সুর শুনিয়া আমি বঞ্চিতে না পারি বাঁশির সুর শুনিয়া আমি বঞ্চিতে না পারি ঘরের কোণে পিছের ধাইরে করি ঘুরাঘুরি, হায় রে ঘরের কোণে পিছের ধাইরে করি ঘুরাঘুরি কেনে আইলায় না রে, রাধার কালা চান? বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরান কেনে আইলায় না রে? হাসন রাজায় বলে পিরিত এমনই জঞ্জাল হাসন রাজায় বলে পিরিত এমনই জঞ্জাল দেশে দেশে সবে দুষে, তবু বাসে ভাল, হায় রে দেশে দেশে সবে দুষে, তবু বাসে ভাল কেনে আইলায় না রে, রাধার কালা চান? বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরান কেনে আইলায় না রে? কেনে আইলায় না রে, রাধার কালা চান? বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরান কেনে আইলায় না রে? কেনে আইলায় না রে? কেনে আইলায় না রে?