Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re
Selim Chowdhury
6:25মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায় সুরা ইয়াসিন পাঠ করিয়ো বসিয়া কাছায় যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায় বুক বান্ধিয়া কাছে বইসা গোসল করাইবায় কান্দনের বদলে মুখে কলমা পড়িবায় রে যাদুধন, মরিলে কান্দিস না আমার দায় কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায় তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে যাদুধন, মরিলে কান্দিস না আমার দায় দাফন করিয়া যদি কান্দো আমার দায় মসজিদে বসিয়া রে কান্দো আল্লারই দরগায় রে যাদুধন, মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়