Notice: file_put_contents(): Write of 614 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Shezan - Kotha Ko | Скачать MP3 бесплатно
Kotha Ko

Kotha Ko

Shezan

Альбом: Kotha Ko
Длительность: 3:09
Год: 2024
Скачать MP3

Текст песни

এ, '৫২-'র তে '২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?

'৫২-'র তে '২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?

এই, জোর যার মুল্লুক তার! আগে ক মুল্লুক কার?
লাঠির জোরে কলম ভাঙে, শান্তির নামে তুলল খাঁড়
কাইল মারলি, পরশু মারলি, মারতে আইলি আজ আবার!
রাজায় যহন প্রজার জান লয়, জিগা তাইলে রাজা কার?

আমার মানচিত্র কান্দে আইজকা দেইখ্যা দ্যাশের হাল রে
লাল-সবুজের পতাকা, মা, পুরাডাই দেহি লাল রে
তলোয়ার হইয়া কাটে- যাগোর হওয়ার কথা ঢাল রে
পাপের জিহ্বায় সইতারে না উচিত কথার ঝাল রে

এইত্তোর দালালের মায়রে- মাইরা দ্যাশের বাইরে
দলের ভাইয়ের shelter লইয়া মারস নিজের ভাইরে
যহন দ্যাশ বেইচ্চা cash করস, দ্যাশপ্রেম যায় কই তর?
মাইরা যাগোর মাথা ফাডাস- মারতি হইলে বইন তর?

মাইয়া-পোলা frontline-এ, online-এও scene-ডা
টোকাই ঘুরে চাক্কু হাতে, ঠোল্লা চুরি পিন্দা
মারতে আইলে মাইরা দিবি, মুর্দা নাইলে জিন্দা
রাইত দেইখা ডরাইস না কেউ, রাইতের পরেই দিনডা

এই, '৫২-'র তে '২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?

'৫২-'র তে '২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?

নিজের ভাইয়ের গোস খাস বিবেকের তলপ্যাডে পোঁচ মাইরা
আওয়াজ তুলে যারা অগো টিটকারি দেস post মাইরা
ছাত্র দিসে ভাষা আইন্যা, দ্যাশ বানাইসে ছাত্ররা
যেই হাতে কলম-খাতা ওই হাতে দেস হাতকড়া

মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিলল কই?
ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই!
এই বেডা যুক্তি কই? মিঠা মিঠা যত উক্তি কই?
দ্যাশের মেরুদণ্ড ভাঙতে যাইয়া নিজের নিজে কবর খুঁড়বি ওই!

দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস!
কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস?
মায়ের বুক খালি কইরা রঙ্গের মহল গইড়া যাস?
যা, বাঁইচ্চা থাক; খালি জানি ভিত্রেরতে মইরা যাস

জবান খুললেই জবান সিলাই, আর সিলাইব কয়জনের?
একজনে, মা, পইড়া গেলেও খাড়ায় যাইব ছয় জনে
জন্ম লইসি মরতে, মরার ডর দেহাইস না আমাগো
এক সেজানে মরলেও লাখো সেজান কইব, "কথা ক"

এই, '৫২-'র তে '২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?

'৫২-'র তে '২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?