সুন্দর পৃথিবী ছেড়ে
Shopnoshiri
3:14ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি । সেই ফুলেরি পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয়না সেই সুবাস বেকুল হয়ে গাই তোমারি গিতালী ও মদিনার বুলবুলি তেমার নামের ফুল তুলি মনের ক্বাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি তোমার নামের চন্দ মালা,আর কবিতা লিখি মনের ক্বাবায় তোমার ছবি । কবি ও আ কবির সাথে গড়ে স্বাদের মিতালী ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ।