Tumi Aashe Paashe (Original Motion Picture Soundtrack)
Nakash Aziz & Monali Thakur
4:22First over-এর first bowl-এতে মারলো যেদিন ছয় ওর মনেতে করতে bowling লাগতো heavy ভয় Hey, first over-এর first bowl-এতে মারলো যেদিন ছয় ওর মনেতে করতে bowling লাগতো heavy ভয় হাত ধরে মা তুই শেখালি inswing-এর style Midwicket উড়িয়ে দিলাম, দিলাম ওকে smile যেদিন থেকে হায়, মন যে ওকেই চায় তুই মা দিলি হাতটা বাড়িয়ে জয় দুগ্গা ঠাকুর ঢ্যাংকুড়াকুড় তুই তো সবার মা তুই কোন্ level-এর কোন্ খিলাড়ি কেউ তো জানে না (জয় দুগ্গা ঠাকুর ঢ্যাংকুড়াকুড় তুই তো সবার মা) (তুই কোন্ level-এর কোন্ খিলাড়ি কেউ তো জানে না) মা তোর সরস্বতীর মন ভালো নেই গণেশটাও আজ অভিমানী একটু ওদের হাত ধরে মা ভিক্টোরিয়া ঘুরিয়ে আনি কার্তিকটাও ভুল বুঝেছে, লক্ষ্মীকে মা ক'দিন ধরে যাচ্ছি যখন যায় মা নিয়ে ওই দুটোকেও সঙ্গে করে ভাই-বোনের এই মান-অভিমান দে মিটিয়ে তুই দয়াময় তাইতো বলি সবাই মিলে দুগ্গা মায়ের জয় ভালোবাসা কাকে বলে, মাগো শিখেছি তোর কাছে বলে দে মা ওকে "আমি আছি ওর বুকের মাঝে" যখনই লিখেই দিলি ওর নাম আমার voucher-এতে থাকতেই হবে মাগো আমার পাশে future-এতে যেদিন থেকে হায়, মন যে ওকেই চায় তুই মা দিলি হাতটা বাড়িয়ে জয় দুগ্গা ঠাকুর ঢ্যাংকুড়াকুড় তুই তো সবার মা তুই কোন্ level-এর কোন্ খিলাড়ি কেউ তো জানে না (জয় দুগ্গা ঠাকুর ঢ্যাংকুড়াকুড় তুই তো সবার মা) (তুই কোন্ level-এর কোন্ খিলাড়ি কেউ তো জানে না) তোর সিঁদুরে মাগো দে রাঙিয়ে আমার ভালোবাসা জানি আমি মা তুই অন্তর্যামী বুঝিস চোখের ভাষা বুঝিনি মা কখন দিলি মনে ওকে তুই জড়িয়ে তোর ওই খাড়ায় আমার যত ফারা দে মা তুই সরিয়ে হে, যেদিন থেকে হায়, মন যে ওকেই চায় তুই মা দিলি হাতটা বাড়িয়ে জয় দুগ্গা ঠাকুর ঢ্যাংকুড়াকুড় তুই তো সবার মা তুই কোন্ level-এর কোন্ খিলাড়ি কেউ তো জানে না (জয় দুগ্গা ঠাকুর ঢ্যাংকুড়াকুড় তুই তো সবার মা) (তুই কোন্ level-এর কোন্ খিলাড়ি কেউ তো জানে না)