Ek Jibon 2

Ek Jibon 2

Shuvomita

Альбом: Ek Jibon 2
Длительность: 5:09
Год: 2019
Скачать MP3

Текст песни

জীবন এত সুখের হল
আমার পাশে তুমি আছ তাই
এক জীবনে এর চেয়ে বেশী
আমার যে আর চাওয়ার কিছু নাই
তোমার আমার ভালবাসা শেষ হওয়ার নয়
শুধু তোমায় কাছে চায় এই হৃদয়
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখের ই দেশে হারিয়ে
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখের ই দেশে হারিয়ে
দিন গেল মাস গেল গেল বহু বছর
তবু যেন শেষ হয় না ভালবাসার প্রহর
দিন গেল মাস গেল গেল বহু বছর
তবু যেন শেষ হয় না ভালবাসার প্রহর
তুমি আমার ঘরে আস পূর্ণিমা হয়ে
এই জীবন সাজিয়েছ তুমি পূর্ণতা দিয়ে
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখের ই দেশে হারিয়ে
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখের ই দেশে হারিয়ে
তুমি আমি ভালবেসে থাকব জীবনভর
মরণ যেন আমাদের করে নাকো পর
তুমি আমি ভালবেসে থাকব জীবনভর
মরণ যেন আমাদের করে নাকো পর
তোমায় নিয়ে সারাজীবন কাটাতে চাই
তুমি ছাড়া আমার আর আপন কেহ নাই
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখের ই দেশে হারিয়ে
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখের ই দেশে হারিয়ে