Tumi Ashbey Bole

Tumi Ashbey Bole

Somlata Acharyya Chowdhury

Длительность: 5:43
Год: 2011
Скачать MP3

Текст песни

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা
আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে
মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়
কাছে আসবে বলে অন্ধকারে
হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদাই
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা হাঁটে, আমি হাঁটিনা
চোখে নিয়ে স্বপ্ন
বুকে অনেক অনেক কথা
আমার বয়েস বাড়ে আমি বাড়িনা
তুমি আসবে বলে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা
আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়
এই মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়