Mayabono Biharini
Somlata Acharyya Chowdhury
3:10তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যায় সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায় আর হাজার হাজার মানুষ মরে যায় দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায় কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা তবু শরীর দুটো থাকে আলাদাই আমার মনটা তবু আশা করে যায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই মন, আশা করে যায় সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই আমার রাস্তা হাঁটে, আমি হাঁটিনা চোখে নিয়ে স্বপ্ন বুকে অনেক অনেক কথা আমার বয়েস বাড়ে আমি বাড়িনা তুমি আসবে বলে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যায় সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায় আর বেকার কিছু মানুষ মরে যায় এই মনটা তবু আশা করে যায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই মন, আশা করে যায় আমার মনটা তবু আশা করে যায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই মন, আশা করে যায়