Teer Hara Ei Dheuyer Sagor

Teer Hara Ei Dheuyer Sagor

Somobeto

Альбом: Uttaran, Vol. 11
Длительность: 3:56
Год: 2020
Скачать MP3

Текст песни

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
আমরা ক'জন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে

জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই
জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই

ঘর-বাড়ি, ঠিকানা নাই, দিন-রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে, এ তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে

জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না, জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
না, না, না, না
তারাও তো ভুলে কভু ডাকে না
জীবনের রঙে মনকে টানে না

বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়
তবু তরী বাইতে হবে, খেয়া পাড়ি দিতেই হবে
যতই ঝড় উঠুক সাগরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
আমরা ক'জন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে