Dhono Dhanno

Dhono Dhanno

Sourendro-Soumyojit

Длительность: 5:15
Год: 2017
Скачать MP3

Текст песни

ধনধান্য পুষ্প ভরা
আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে যে এক
সকল দেশের সেরা
তাহার মাঝে আছে যে এক
সকল দেশের সেরা
সে যে স্বপ্ন দিয়ে তৈরি
সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি

ভায়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
ভায়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি
বক্ষে আমার ধরি
ওমা তোমার চরণ দুটি
বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম
যেন এই দেশেতে মরি

(এমন দেশটি কোথাও খুঁজে)
(পাবে নাকো তুমি)
(সকল দেশের রানি
(সে যে আমার জন্মভূমি)
(সে যে আমার জন্মভূমি)
সে যে আমার জন্মভূমি

পুষ্পে পুষ্পে ভরা শাখি
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
পুষ্পে পুষ্পে ভরা শাখি
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি
পুঞ্জে পুঞ্জে ধেয়ে
(পুঞ্জে পুঞ্জে ধেয়ে)
গুঞ্জরিয়া আসে অলি
পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে
ফুলের মধু খেয়ে

এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি