Dhoro Jodi Hothat Sondhye
Spandan Bhattacharya
5:09তোমার ওই চোখের মেঘে বৃষ্টি ঝরছে কেন আমায় দেখো এই আমাকে গাইছি তবু কত আমায় দেখো ভাসছি আমি কাজল আখির মতো কেমন করে গাইছি সুরে অশ্রুজলের মতো আমায় দেখো বইছি আমি রেশমি চুলের মতো এ বুকেতে জমছে ক্ষত তোমার হাসির মতো ওই শহরের মুখে ওড়ে কাশ ঝরা তুলোর মতো ওই ফাগুনে অভিমানের রাশ শ্রাবনধারার মতো এক সাহারা বুকে ধরে গাইছি বেদুঈনের মতো তবু তুমি সুখেই থেকে শুধু তুমি সুখেই থেকো - মেহেদী হাসান তামিম