Amar Hate Kali Mukhe Kali

Amar Hate Kali Mukhe Kali

Susmita Goswami

Альбом: Shyama Maa
Длительность: 4:46
Год: 2012
Скачать MP3

Текст песни

আমার হাতে কালি, মুখে কালি
হাতে কালি, মুখে কালি
আমার কালিমাখা মুখ দেখে, মা
পাড়ার লোকে হাসে খালি
কালিমাখা মুখ দেখে, মা
পাড়ার লোকে হাসে খালি

হাতে কালি, মুখে কালি, মা
হাতে কালি, মুখে কালি

মোর লেখাপড়া হল না, মা
আমি ম দেখিতেই দেখি শ্যামা
লেখাপড়া হল না, মা
আমি ম দেখিতেই দেখি শ্যামা

আমি ক দেখিতেই কালী বলে
নাচি দিয়ে করতালি
ক দেখিতেই কালী বলে
নাচি দিয়ে করতালি

হাতে কালি, মুখে কালি, মা
হাতে কালি, মুখে কালি

কালো আঁক দেখে, মা, ধারাপাতের
ধারা নামে আঁখিপাতে
কালো আঁক দেখে, মা
আমার বর্ণপরিচয় হল না, মা
তোর বর্ণ বিনা, কালী
বর্ণপরিচয় হল না, মা
তোর বর্ণ বিনা, কালী

যা লিখিস, মা, বনের পাতায়
সাগর জলে, আকাশ খাতায়
যা লিখিস, মা, বনের পাতায়
সাগর জলে, আকাশ খাতায়

আমি সে লেখা তোর পড়তে পারি
মূর্খ বলে দিক না গালি
লোকে মূর্খ বলে দিক না গালি

হাতে কালি, মুখে কালি, মা
হাতে কালি, মুখে কালি
আমার কালিমাখা মুখ দেখে, মা
পাড়ার লোকে হাসে খালি
কালিমাখা মুখ দেখে, মা
পাড়ার লোকে হাসে খালি

হাতে কালি, মুখে কালি
হাতে কালি, মুখে কালি