Amar Hiya Majhe Lukiea Ache

Amar Hiya Majhe Lukiea Ache

Swagatalakshmi

Длительность: 4:17
Год: 2012
Скачать MP3

Текст песни

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
বাহির-পানে চোখ মেলেছি, বাহির-পানে
আমার হৃদয়-পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি

আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে
আমার তোমার কাছে যাই নি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়

তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়

গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ, সুখের গানে
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ, সুখের গানে
সুর দিয়েছ তুমি
আমি তোমার গান তো গাই নি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে