Mor Hridayer Gopono Bijano Ghare
Swagatalakshmi
3:27আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি তোমায় দেখতে আমি পাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে বাহির-পানে চোখ মেলেছি, বাহির-পানে আমার হৃদয়-পানে চাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি তোমায় দেখতে আমি পাই নি আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমার তোমার কাছে যাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি তোমায় দেখতে আমি পাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেম আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেম আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ, সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ, সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি তোমায় দেখতে আমি পাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে