Phire Chol Phire Chol Matir Tane

Phire Chol Phire Chol Matir Tane

Swagatalakshmi Dasgupta

Длительность: 2:58
Год: 2021
Скачать MP3

Текст песни

ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে
ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে
ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে

যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে
যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে
ডাক দিল যে গানে গানে

ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে
ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে

দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা
জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা
ও সে অলখ সুতোয় গাঁথা
দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা
জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা
ও সে অলখ সুতোয় গাঁথা

ওর হৃদয়-গলা জলের ধারা সাগর-পানে আত্মহারা রে
ওর হৃদয়-গলা জলের ধারা সাগর-পানে আত্মহারা রে
প্রাণের বাণী বয়ে আনে

ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে
ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে