Prano Bhoriye Trisha Horiye
Swagatalakshmi
3:29দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায় অর্পিনু হাতে তার, খেদ নাই আর মোর খেদ নাই বহুদিনবঞ্চিত অন্তরে সঞ্চিত কী আশা চক্ষের নিমেষেই মিটল সে পরশের তিয়াষা এত দিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল