Khela Ghar Badhte Legeche

Khela Ghar Badhte Legeche

Swagatalakshmi

Длительность: 4:22
Год: 2012
Скачать MP3

Текст песни

খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে
খেলাঘর বাঁধতে লেগেছি

প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়
প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়
বাহিরের খেলায় ডাকে সে, যাব কী করে?

খেলাঘর বাঁধতে লেগেছি

যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি

যে আমার নতুন খেলার জন
তারই এই খেলার সিংহাসন
যে আমার নতুন খেলার জন
তারই এই খেলার সিংহাসন
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে?

খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে
খেলাঘর বাঁধতে লেগেছি