Prane Gaan Nai Miche Gaan

Prane Gaan Nai Miche Gaan

Swagatalakshmi

Длительность: 2:42
Год: 2012
Скачать MP3

Текст песни

প্রাণে গান নাই
প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে
বাঁশিতে সে গান খুঁজে
প্রেমেরে বিদায় করে দেশান্তরে
বেলা যায় কারে পূজে
প্রাণে গান নাই

বনে তোর লাগাস আগুন, তবে ফাগুন কিসের তরে
বৃথা তোর ভস্ম-'পরে
বৃথা তোর ভস্ম-'পরে মরিস যুঝে

প্রাণে গান নাই

ওরে, তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি
কী লাগি ফিরিস পথে দিবারাতি
যে আলো শতধারায় আঁখিতারায় পড়ে ঝরে
তাহারে কে পায় ওরে
তাহারে কে পায় ওরে নয়ন বুজে

প্রাণে গান নাই
প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে
বাঁশিতে সে গান খুঁজে
প্রেমেরে বিদায় করে দেশান্তরে
বেলা যায় কারে পূজে
প্রাণে গান নাই