O Doyal Bichar Koro
Taalpatar Shepai
3:33শোনো, গোপন প্রেমিকা শোনো দেখো পৌষালি গোধূলি এখনো গোলাপি আলোয় তাই বানভাসি বিবাগী হাওয়ারা দেখো রং রুটে ক্লান্ত আকাশ পারেনি ছুঁতে সাদা পরীর হাতে মায়াবী বাঁশি অলিগলি মেশে কলেজ স্ট্রিটের ঘরে পুরনো বইয়ের গন্ধ ফেরি করে মাধুকরী করে খুচরো খুশির সিকি চাঁদ খানি গেঁথে গেছে রাংতা মুড়ে হাওড়া ব্রিজের ইস্পাত পাঁজরে পার্কস্ট্রিটে দেখো তারাদের ঝিকিমিকি আমাকে কি চমকে দিতে রঙিন পসরার ডালি ভালোবাসায় বাঁধতে চেয়ে আজীবন সাজানো খামখেয়ালী ময়দানের খোলা ঘাসের মাদুরে চলো পা ছড়িয়ে বসবো আজ তোমার রূপকথায় হলুদ ট্যাক্সি হোক কাল্পনিক পক্ষীরাজ শোনো, গোপন প্রেমিকা শোনো এখানে ভিড় গল্পের হদিস কোন অফিস পাড়া জুড়ে ঘরে ফেরা ছুটির মুখ হাতে টানা দেখো রিক্সা ছুটছে জোরে কারা জল মাখে গঙ্গার ঘাটে ভোরে হিমেল ফুটপাত সূর্য খুঁজে উৎসুক শোনো, গোপন প্রেমিকা শোনো গোধূলি ফেরি ঘাটেতে এখনো আলোর মালায় সাজানো কতকথা শোন, প্রিয়তমা আজকে বলছি শোন গোলাপ দিয়ে বলা হয়নি কখনো তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা