Ovijog (Lo-Fi)
Tanveer Evan
4:40প্রথম যখন তোকে দেখেছি মনের মাঝে তোর হাসিটা বেঁধেছি ছুঁয়ে দেখার ইচ্ছেদের আগমন রং মাখিয়ে দেহ জুড়ে শিহরণ তুই ছাড়া মন কাঁদে একলা তুইহীনা কী করি বুঝি না তুই ছাড়া মন কাঁদে একলা তুইহীনা কী করি বুঝি না তুই চাইলে বল সকাল সাজাই বৃষ্টি নামাই তোর ইশারায় মেঠো মেঠো পথে হেঁটে দু'জন চল রাত নামাই কথায় কথায় আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর রেখো যতন করে আমায়, করো না গো পর আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর রেখো যতন করে আমায়, করো না গো পর আগলে রেখে, আগলে রেখে আগলে রেখে কাছে টেনে বাসবো ভালো কত না মন মাঝারে তোর নাম লিখে করবো প্রার্থনা তুই ছাড়া মন কাঁদে একলা তুইহীনা কী করি বুঝি না तेरे बिना माने ना ये मन मेरा तू ना हो, क्या करे दिल, बता? তুই চাইলে বল সকাল সাজাই বৃষ্টি নামাই তোর ইশারায় মেঠো মেঠো পথে হেঁটে দু'জন চল রাত নামাই কথায় কথায় तेरे बिना बावरा ये मन मेरा तू ना हो, क्या करे दिल, बता?