Ki Paiya Ki Haraicho
Tanzil Misbah
3:35কত কথা রাইখা দিছি এই বুকেতে জমা.. এত ব্যথা দিছ বন্ধু পাইবা কি আর ক্ষমা... চোখ জুড়ানো ভালোবাসা দিলাম তোমায় যত.. বিনিময়ে নাটক দিলা দুঃখ শত শত.. আইজ আমার মত আমি থাকি নাটক গুলাই বুকে রাখি.. মনের কথা মনেই থাকুক শোনার মানুষ নাই... আমায় চেনার মানুষ নাই আমায় বোঝার মানুষ নাই এই মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই... (২) নিজেরে ভাইঙ্গা চুইড়া গরছি কত শত আগুনেতেও পুইরাও হইতে তোর মনেরই মতো আবেগের এই খেলাতে হাইরা গেছি আমি তোর কাছে ছিলাম নারে একটু আমি দামি... নিজেরে ভাইঙ্গা চুইড়া কত শত গরছি কত শত আগুনেতেও পুইরা হইতে তোর মনেরই মতো আবেগের এই খেলাতে হাইরা গেছি আমি তোর কাছে ছিলাম নারে একটু আমি দামি... আইজ আবেগগুলা ভুইলা থাকি নিজেই নিজের স্বপ্ন আকি.. আমি ছাড়া আমার আপন আর তো কেউহো নাই... আমায় চেনার মানুষ নাই আমায় বোঝার মানুষ নাই এই মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই... (২)