Pathor Kalo Rat
Tapan Chowdhury
4:54আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার সাধ মরবে না গো তোমাকে দেখার সাধ মরবে না। আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার সাধ মরবে না গো তোমাকে দেখার সাধ মরবে না। Music একটি জনম নয় হাজারো জনম তোমাকে দেখি যদি সেও বড় কম। একটি জনম নয় হাজারো জনম তোমাকে দেখি যদি সেও বড় কম। একে একে সব পাওয়া হয়তোবা ফুরাবে আমার এ মন তবু ভরবে না তোমাকে দেখার সাধ মরবে না গো তোমাকে দেখার সাধ মরবে না। Music মরন যতই হোক অথৈ আধার পারবে না ঢেকে দিতে এই অভিসার গো এই অভিসার। মরন যতই হোক অথৈ আধার পারবে না ঢেকে দিতে এই অভিসার গো এই অভিসার। একে একে সব আলো হয়তোবা হারাবে চোখের পলক তবু পরবে না তোমাকে দেখার সাধ মরনে না গো তোমাকে দেখার সাধ মরবে না। আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার সাধ মরবে না গো তোমাকে দেখার সাধ মরবে না। তোমাকে দেখার সাধ মরবে না গো তোমাকে দেখার সাধ মরবে না।