Akasher Shob Tara

Akasher Shob Tara

Tapan Chowdhury

Длительность: 4:59
Год: 2015
Скачать MP3

Текст песни

আকাশের সব তারা ঝরে যাবে
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না।
আকাশের সব তারা ঝরে যাবে
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না।
Music
একটি জনম নয় হাজারো জনম
তোমাকে দেখি যদি সেও বড় কম।
একটি জনম নয় হাজারো জনম
তোমাকে দেখি যদি সেও বড় কম।
একে একে সব পাওয়া হয়তোবা ফুরাবে
আমার এ মন তবু ভরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না।
Music
মরন যতই হোক অথৈ আধার
পারবে না ঢেকে দিতে এই অভিসার গো
এই অভিসার।
মরন যতই হোক অথৈ আধার
পারবে না ঢেকে দিতে এই অভিসার গো
এই অভিসার।
একে একে সব আলো হয়তোবা হারাবে
চোখের পলক তবু পরবে না
তোমাকে দেখার সাধ মরনে না গো
তোমাকে দেখার সাধ মরবে না।
আকাশের সব তারা ঝরে যাবে
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না।
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না।